জাতীয়

২৪ ঘণ্টায় সব বিভাগে সুস্থের সংখ্যা বেড়েছে

রাজধানীসহ দেশের সব বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েছে। এ সময়ে সর্বমোট তিন হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

Advertisement

এ পর্যন্ত সুস্থ হয়ে মোট তিন হাজার ৮৮১ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৭৮৭, চট্টগ্রামে ৯০৯, রংপুরে ১৮৯, খুলনায় ২৩৬, বরিশালে ৯৬, রাজশাহীতে ২০৪, সিলেটে ৩৪৪ এবং ময়মনসিংহে ১১৬ রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৭৫ নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৪৮৫ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৭ হাজার ৮৩ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩১ ও নারী ১১ জন। এদের মধ্যে হাসপাতালে ৩৮ ও বাড়িতে চারজন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯৮৩ জনে।

এমইউ/এএইচ/পিআর