ধর্ম

যে ৪ বিষয়ে মুক্তি চাইতেন বিশ্বনবি

 

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হয়ে আকাশের দিকে মাথা উঠিয়ে ৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। যে বিষয়গুলো থেকে আশ্রয় চাওয়া গোটা মানবজাতির জন্য একান্ত আবশ্যক। হাদিসে এসেছে-

Advertisement

হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই আমার ঘর খেবে বের হতেন; তখনই আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেন-اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّউচ্চারণ- আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন আদিল্লা আও উদাল্লা; আযিল্লা আও উযাল্লা; আও আজলিমা আও উজলামা; আও আঝহালা আও ইউঝহালা আলাইয়্যা।' (আবু দাউদ, ইবনু মাজাহ, মিশকাত)অর্থ : 'হে আল্লাহ! আমি আপনার কাছে পথভ্রষ্ট হওয়া বা (কাউকে) পথভ্রষ্ট করা থেকে আশ্রয় চাই; গোনাহ করা বা (কাউকে) গোনাহের দিকে ধাবিত করা থেকে আশ্রয় চাই; (কাউকে) অত্যাচার করা ও (কারো দ্বারা) অত্যাচারিত হওয়া থেকে আশ্রয় চাই; অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া থেকেও আশ্রয় চাই।'

সুতরাং ঘর থেকে বের হলেই আকাশের দিকে মাথা উঠিয়ে হাদিসে শেখানো দোয়ার মাধ্যমে উল্লেখিত ৪ বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জরুরি।

আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিতে হাদিসের অনুসরণ ও অনুকরণে যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

Advertisement

এমএমএস/এমএস