আইন-আদালত

টেঁটা যুদ্ধে নিহতের ঘটনায় মামলার ৭৭ আসামির আগাম জামিন

হবিগঞ্জের নবীগঞ্জের সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটা যুদ্ধ ও সংঘর্ষে একজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৭৭ জনের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

Advertisement

জামিন সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি জাহিদ সরওয়ার কাজলের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. আলী জিন্নাহ। তার সাথে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান জানান, হবিগঞ্জের নবীগঞ্জের সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটা যুদ্ধ ও সংঘর্ষে জহির আলী (৯৫) নামের এক ব্যক্তি নিহত হন দু'পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষের পর পুলিশের অভিযানে দুই গ্রাম পুরুষ শূন্য ছিল।

এরপর সংঘর্ষের ঘটনায় গত ১৭ জুলাই নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত জহির আলীর ছেলে আরছ আলী। মামলায় আব্দুল হাদি ও কাওসারসহ ৯২ জনকে আসামি করা হয়। তার মধ্যে গত ১৭ আগস্ট আগাম জামিন চেয়ে ৮৮ জনের পক্ষে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান আবেদন করেন হাইকোর্টে। হত্যার সাথে জড়িত থাকায় ৫ জনের জামিন দেননি আদালত। তবে বাকি ৭৭ জনের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

এফএইচ/এনএফ/এমএস