রাজশাহী বিভাগজুড়ে প্রাণঘাতী করোনা সংক্রমণ ছাড়িয়েছে ১৭ হাজার। মঙ্গলবার পর্যন্ত বিভাগের আট জেলায় ১৭ হাজার সাতজনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
Advertisement
মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাজশাহী বিভাগে নতুন ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫২ জন বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ২৬জন, নাটোরের ১৫ জন এবং সিরাজগঞ্জের ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ ছয় হাজার ৩৪২ জনের করোনা ধরা পড়েছে বগুড়া জেলায়। এছাড়া রাজশাহীতে চার হাজার ৩৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৬৩ জন, নওগাঁয় এক হাজার ১১১ জন, নাটোরে ৮০১ জন, জয়পুরহাটে ৮৯৭ জন, সিরাজগঞ্জে এক হাজার ৮৫৯ জন এবং পাবনায় ৯৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত বিভাগে ২৪৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। গত ২৪ ঘণ্টায় বিভাগে দুইজন করোনায় মারা গেছেন। এই দুইজন রাজশাহীর বাসিন্দা। এ পর্যন্ত সর্বোচ্চ ১৪৭ জন মারা গেলেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে চারজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় নয়জন মারা গেছেন।
Advertisement
গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯৯ জন সুস্থ হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় ১২ জন, নাটোরে পাঁচজন, জয়পুরহাটে একজন, সিরাজগঞ্জে আটজন এবং পাবনার একজন করোনাজয় করেছেন।
এ পর্যন্ত রাজশাহীর দুই হাজার ৮৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪২৬ জন, নওগাঁর ৯৭৫ জন, নাটোরের ৪৫৯ জন, জয়পুরহাটের ২২১ জন, বগুড়ার পাঁচ হাজার ২৪৩ জন, সিরাজগঞ্জের ৯৪৬ জন এবং পাবনার ৮৪১ জন সুস্থ হয়েছেন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস
Advertisement