স্বাস্থ্য

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সাররোধে সচেতনতা সৃষ্টিতে আজ রাজধানীতে ব্যতিক্রমধর্মী গোলাপি সড়ক শোভাযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে শোভাযাত্রায় খোলা পিকআপে করে, গোলাপি পোশাকে চিকিৎসক, সারাইভার, স্বেচ্ছাসেবকসহ সমাজের নানান স্তরের মানুষ এতে যোগ দেন।তারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে স্তন ক্যান্সার প্রতিরোধের উপায় অবহিত করেন এবং প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করেন।সকাল সাড়ে ৭টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে উত্তরা হাউস বিল্ডিং- এ গিয়ে শেষ হয়। সাড়ে ৮টায় শাহবাগে বিএসএমএমইউ- এর সামনে সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচির উদ্দেশ্য ও স্তন ক্যান্সার পরিস্থিতি তুলে ধরেন আয়োজক স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মোয়াররফ হোসেন, প্রাক্তন পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা, বিএসএমএমইউ- এর গাইনি অনকোলজি বিভাগের অধ্যাপক আশরাফুন্নেসা প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।সকাল ১০টায় কারওয়ান বাজার আন্ডারপাসের পূর্ব-পাশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য ও ক্যান্সার সারভাইভার কবি কাজী রোজী। ১৫টি স্পটে সংক্ষিপ্ত সমাবেশ ও পুরো রাস্তাজুড়ে প্রায় ৪০ হাজার তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।এমইউ/বিএ

Advertisement