খেলাধুলা

দাবায় হাসান মেমোরিয়াল চেস ক্লাব শীর্ষে

ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৯ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। শেখ রাসেল দাবা ক্লাব ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও মোহাম্মদপুর চেস ক্লাব ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শনিবার দাবা কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় হাসান মেমোরিয়াল ৪-০ পয়েন্টে নেবুলা চেস ক্লাবকে পরাজিত করে। হাসান মেমোরিয়ালের পক্ষে সাইফুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁইয়া, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোহাম্মদ এনায়েত হোসেন যথাক্রমে নেবুলা চেসের আব্দুল মোমিন, আব্দুল্লাহ আল-সাইফ, ফয়সাল হোসেন ও মো. এমদাদুল হককে পরাজিত করেন।শেখ রাসেল ২.৫-১.৫ পয়েন্টে বাংলাদেশ শিশু একাডেমিকে পরাজিত করে। শেখ রাসেলের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন হাসান ও রবিউল ভূঁইয়া যথাক্রমে শিশু একাডেমির ফরহাদুর ইমাম ও মুকিতুল ইসলাম রিপনকে পরাজিত করেন। শিশু একাডেমির দেলোয়ার হোসেন শেখ রাসেল দাবা ক্লাবের শওকত হোসেন পল্লবকে পরাজিত করেন। শেখ রাসেলের মো. হাসান ঈমাম শিশু একাডেমির সাইদুল ইসলামের সঙ্গে ড্র করেন।এছাড়া মোহাম্মদপুর চেস ক্লাব ৪-০ পয়েন্টে গেন্ডারিয়া ফ্রেন্ডস চেস ক্লাবকে, রসুলপুর দাবা ঘর ৪-০ পয়েন্টে পিন চেস পাওয়ারকে, ঢাকা চেস ক্লাব ৩-১ পয়েন্টে চেসকিউকে, নিউ নেশন চেস ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে, এবি ট্রেডার্স চেস ক্লাব ৪-০ পয়েন্টে সোহেল চৌধুরী চেস একাডেমিকে ও শান্তিনগর ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে বাংলাদেশ মহিলা দাবা সমিতিকে পরাজিত করে।কনিকা সাংস্কৃতিক সংঘ ২-২ পয়েন্ট জান্নাত চেস ক্লাবের সঙ্গে ড্র করে। রোববার বিকাল ৩টায় একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।আরটি/এএইচ/বিএ

Advertisement