খেলাধুলা

দ্বিতীয়বারেও করোনা নেগেটিভ ইফতি, শিগগিরই যাবেন বিকেএসপি

গত ২৩ আগস্ট বিকেএসপিতে আবাসিক অনুশীলন শুরু করেছে জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিন্তু সেখানে নেই ভোলা জেলার অলরাউন্ডার ইফতেখার হোসেন ইফতি। কী করে থাকবেন এ যুবা? তার যে করোনা পজিটিভ।

Advertisement

তাই সঙ্গীরা যখন বিকেএসপিতে নিবিড় অনুশীলনে, ইফতি তখন বিসিবি একাডেমির এক ঘরে একা। করোনা পজিটিভ আসায় একাই বিসিবি একাডেমির ডরমেটরিতে আইসোলেশনে থাকতে হয়েছে ভোলা জেলার ইফতেখার হোসেন ইফতিকে।

বলার অপেক্ষা রাখে না, যুব ক্রিকেট দলের ৪৫ ক্রিকেটারের ভেতরে একজন মাত্র করোনা পজিটিভ এসেছে, তিনি হলেন ইফতি। তবে আশার খবর, ইফতির অপেক্ষার প্রহর শেষ হলো অবশেষে। দ্বিতীয়বারের মত করোনা নেগেটিভ আসলো তার। সোমবার শেষ পরীক্ষার রিপোর্টও নেগেটিভ।

আজ (মঙ্গলবার) দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপে এ তথ্য দিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘ইফতি এখন সম্পূর্ণ করোনামুক্ত। পর পর দুটি টেস্টে তার নেগেটিভ এসেছে। আর পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। শিগগিরই বিকেএসপিতে যুব দলে আবাসিক ক্যাম্পে যোগ দেবে ইফতি।’

Advertisement

এআরবি/এসএএস/জেআইএম