দেশজুড়ে

মেহেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্টুডিও ব্যবসায়ী রফিকুর রহমান শহরের বড় বাজারের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

Advertisement

রফিকুর রহমানের ভাই মো. মিল্টন জানান, ৫ আগস্ট ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হলে করোনার নমুনা দেয়া হয়। ৯ আগস্ট করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর মেহেরপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেহেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. অলোক কুমার দাস জানান, স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা মরদেহ জানাজা শেষে দাফন করবেন।

সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, মেহেরপুরে এ পর্যন্ত ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ ২৫৮ জন। মৃত ১১ জন।

Advertisement

আসিফ ইকবাল/এফএ/পিআর