ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে রোববার থেকে কার্যকর হচ্ছে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া । ওই দিন থেকে ঢাকা মহানগরীতে অটোরিকশার ভাড়া মিটার অনুযায়ি আদায়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। নতুন ভাড়া কার্যকরের পর ঢাকা মহানগরীর সিএনজি অটোরিকশাগুলোকে মিটার অনুযায়ি না চললে আইনগত ব্যবস্থা নিতে মেজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছে বিআরটিএ। নতুন ভাড়া কার্যকরের প্রথম দিন ১ নভেম্বর ঢাকায় ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করবে বিআরটিএ। সিএনজি গ্যাসের দাম বৃদ্ধির কারণে সরকার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়াও বাড়িয়েছে। এতে প্রথম ২ কি.মির ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ার হার সংযোজন করে সব সিএনজি অটোরিকশার মিটার ক্যালিবারেশন করা হচ্ছে।এদিকে, রাজধানীতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১ নভেম্বর থেকে রাজধানীর সব অটোরিকশাকে (সিএনজি চালিত) মিটারে চলাচল করতে বলা হয়েছে। মিটারের বাইরে কেউ চলতে পারবে।এসএ/এএইচ/আরআইপি
Advertisement