আলাউদ্দিন হোসেন
Advertisement
শরৎকাল
ভাদ্র-আশ্বিন দুই মাসহয় শরৎকাল,এসময় গাছে গাছেপাকে কাঁচা তাল।
এসময় সাদা মেঘথাকে নীল আকাশে,সাদা বক উড়ে বেড়ায়দক্ষিণা বাতাসে।
Advertisement
শরৎজুড়ে প্রকৃতি নাচে হাসে শিউলি ফুল,কাশবনে ভরে ওঠেনদীর দু’কূল।
রূপের শরৎ
রং ছড়ানো আকাশ তলেকাশফুল হাসে,তিড়িংবিড়িং ফড়িং নাচ শরৎ চোখে ভাসে।
বিলে-ঝিলে শাপলা হাসেপানকৌড়ির মেলা,শিউলি ফুলের গন্ধে কাটেশরৎ সারাবেলা।
Advertisement
আকাশ পানে বকের সারিসাদা মেঘের ভেলা,রঙে রঙিন রূপের শরৎরূপের চলে মেলা।
কাশফুল
শরৎ এলে বাংলাজুড়েকাশফুল হাসে,মন মাতানো শুভ্র হাসিপ্রকৃতিজুড়ে ভাসে।
নদীর তীরে বিলের পাড়েমন মাতানো হাসি,হাসির সাথে তাল মেলাতেশরৎ বাজায় বাঁশি।
শরৎ বাঁশির সুরে সুরেদোলে কাশবন,শুভ্রমাখা হাসি দেখেশরৎ ভরে মন।
ছড়াকার: শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।
এসইউ/এএ/জেআইএম