খেলাধুলা

চাচা হত্যার প্রতিশোধ নিতে গিয়ে ধরা খেলেন চ্যাম্পিয়ন রেসলার

২০১৭ সালের ন্যাশনাল জুনিয়র রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন দিল্লির রেসলার কুনাল। বছর তিনেক যেতেই তিনি এখন হত্যা চেষ্টার মামলায় কারাগারে বন্দী। নিজের চাচার হত্যাকারীকে খুন করার চেষ্টায় গ্রেফতার হয়েছেন কুনাল।

Advertisement

বন্ধু নবীনকে সঙ্গে নিয়ে চাচার হত্যাকারীকে খুন করতে গিয়েছিলেন কুনাল। কিন্তু তাদের হাত থেকে বেঁচে গেছেন সন্দেহভাজন খুনী পবন। পরে পুলিশের তদন্তে হত্যা চেষ্টার অপরাধে গ্রেফতার করা হয়েছে কুনাল ও তার বন্ধুকে।

দিল্লির গলি চার্চ ওয়ালিতে দুই বন্ধু সোমপাল এবং লক্ষ্মণের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন কুনালের টার্গেটে পরিণত হওয়া পবন। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে মোটরবাইকে করে এসে পবনকে লক্ষ্য করে গুলি ছোড়েন কুনাল। যা পবনের গা ঘেষে চলে যায়। পাশে থাকা লক্ষ্মণের পেটে আঘাত করেন কুনালের বন্ধু নবীন।

১৯৯৩ সালে সদর বাজার মার্ডার কেসের আসামী পবন এখন প্যারোলে বাইরে রয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে তিনটি খুন ও একটি খুনের চেষ্টার মামলা রয়েছে। যার ফলে প্রাথমিকভাবে পুলিশ ধরতে পারেনি ঠিক কোন প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন পবন।

Advertisement

তবে খুব দ্রুতই ভালোভাব খোঁজখবর নিয়ে কুনাল ও তার বন্ধুকে গ্রেফতার করেছেন দিল্লি পুলিশ। তারা জানিয়েছে ১৯৯৩ সালে কুনালের চাচাকে হত্যার অন্যতম আসামী পবন। কুনাল জানিয়েছেন ১৯৯০ সাল থেকেই পবনের সঙ্গে তার চাচার বিরোধ চলছিল। যার জের ধরে ২৭ বছর আগে খুন হয়েছেন কুনালের চাচা।

এসএএস/জেআইএম