জাতীয়

শুদ্ধস্বর কার্যালয় সিলগালা

ক্রাইম সিন সংগ্রহ, ও আলামত সংগ্রহ শেষে বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয় সিলগালা করেছে পুলিশ। এই মূহুর্তে ওই এলাকায় মাত্র দুই পুলিশ সদস্য অবস্থান করছেন। ৯ টার পর চলে গেছেন মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জানে আলম মুন্সি।মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জানে আলম মুন্সি জানান, ঘটনাস্থলের সম্ভাব্য সব আলামত সংগ্রহ করা হয়েছে।   পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিআইবি) আলামত সংগ্রহে আসেন। আলামত সংগ্রহ শেষে তারা চলে যান।  ওই স্থানের আর কেউ যেন ঢুকতে না পারে আরও কোনো আলামত যদি থাকে, তা যেন নষ্ট না হয় সেজন্য সিলগালা করে দেয়া হয়েছে শুদ্ধস্বর কার্যালয়।উল্লেখ্য, লালমাটিয়াস্থ সি ব্লকের ৮/১৩ নং পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের চারতলায় শুদ্ধস্বরের কার্যালয়। শনিবার দুপুর আড়াইটার দিকে শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ের ৫ জনকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে আহত করে।এ ঘটনায় আহত শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, তারেক রহিম ও রনদীপম বসু, ওয়াশিকুর ও রাসেল নামে পাঁচজনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জেইউ/এএইচ/আরআইপি

Advertisement