মহাসড়কে থ্রি-হুইলার ও সরকারি অনুমোদনহীন সকল অবৈধ যানবাহন বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৮ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বরিশালের অভ্যন্তরীণ এবং আন্তঃজেলা রুটের সকল পরিবহন ধর্মঘটের হুমকি দেয়া হয়েছে।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের এক যৌথ সভায় এ হুঁশিয়ারি দেন জেলা বাস মালিক গ্রুপ এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সভায় আগামী ৮ নভেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার যান চলাচল বন্ধ, অনুমোদনহীন সকল অবৈধ যানবাহন বন্ধ, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সকল অবৈধ যানের স্ট্যান্ড সরিয়ে নেয়া, পরিবহন খাতে শিল্পখাতের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বাস টার্মিনালের নিরাপত্তার জন্য সিটি কর্পোরেশন কর্তৃক সিসি ক্যামেরা স্থাপন এবং গাড়ির ট্যাক্স টোকেন ফিটনেস ফিসহ সকল খুচরা যন্ত্রাংশের মূল্য কমানোর দাবি জানানো হয়। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ৮ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন যৌথসভার সভাপতি। জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী খান, বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গির হোসেন ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল প্রমুখ।সাইফ আমীন/এআরএ/আরআইপি
Advertisement