খেলাধুলা

লঙ্কান প্রিমিয়ার লিগে থাকবে পাকিস্তানের দল

দীর্ঘদিন ধরেই নিজেদের একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করে চলেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সে ধারাবাহিকতায় লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) নামে নতুন একটি টুর্নামেন্ট শুরুর ব্যাপারে অনেকদূর এগিয়ে গেছে এসএলসি। তবে করোনাভাইরাসের কারণে এখনও উদ্বোধন হয়নি এ টুর্নামেন্টের।

Advertisement

আশা করা হচ্ছে, আগামী নভেম্বর-ডিসেম্বরে শুরু হবে এলপিএল। এ লিগটি শ্রীলঙ্কার হলেও, এতে পাকিস্তানের একটি দল অংশ নেবে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে। বর্তমানে এলপিএলের জন্য পাঁচটি দল চূড়ান্ত হয়ে আছে। এর সঙ্গে ষষ্ঠ একটি পাকিস্তান থেকে অংশ নিতে পারে।

ডাম্বুলা হকস, গল ডলফিনস, জাফনা কোবরাস, কলম্বো লায়নস এবং ক্যান্ডি তাস্কার্স; এ পাঁচটি দল অংশ নেবে এলপিএলে। পুরো টুর্নামেন্টে ম্যাচ হবে ২৩টি। প্রতিটি দল সর্বোচ্চ ৮টি থেকে সর্বোচ্চ ১০টি ম্যাচ খেলতে পারবে। তবে পাকিস্তান থেকে কোনো দল এলে, বদলে যাবে টুর্নামেন্টের ফরম্যাট, বাড়বে ম্যাচসংখ্যা।

এই টুর্নামেন্টে খেলার জন্য এরই মধ্যে ৩০ জন বিদেশি খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে আইকন খেলোয়াড়ের তালিকায় রয়েছে শহিদ আফ্রিদিম শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজের নাম। এছাড়া এবি ডি ভিলিয়ার্স, ইয়ন মরগ্যান, সুনিল নারিন, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, শেন ওয়াটসন এবং সাকিব আল হাসানদেরও দেখা যেতে পারে এলপিএলে।

Advertisement

এসএএস/জেআইএম