জাতীয়

এসব ঘটনার দায় সরকার এড়াতে পারে না : বিএনপি

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার সত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা ‘শুদ্ধস্বর’র সত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনার দায় সরকার এড়াতে পারেনা বলে মন্তব্য করেছে বিএনপি। বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, অপরাধীরা দাপুটের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। অথচ সরকার যে কোনো ঘটনায় বিরোধী শক্তিকে জড়ানোর চেষ্টা করছে। এজন্য এসব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। শনিবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু জাগো নিউজকে বলেন, এসব ঘটনা অনাকাঙ্খিত ও মর্মান্তিক। তিনি বলেন, দেশে ভিন্ন মত থাকতেই পারে। এটা গণতন্ত্রের স্প্রিড। তাই বলে কি মানুষকে যখন তখন জীবন দিতে হবে?চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, দেশে কোনো আইনের শাসন নেই। অপরাধীরা দাপুটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর সরকারও তদন্ত করতে ব্যর্থ।তিনি বলেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করে সরকার বিরোধীদলকে জড়ানোর চেষ্টা করে। বর্তমানে দেশে কারো নিরাপত্তা নেই। এখানে কেউ নিরাপদ নয়।অনতিবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান দুদু। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব ঘটনাকে খুবই দুঃখজনক উল্লেখ করে বলেন, দলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য তুলে ধরা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জাগো নিউজকে বলেন, সরকারের পায়ের তলা থেকে মাটি অনেক আগেই সরে গেছে। দেশে কাউকেই নিরাপত্তা দিতে পারছেন না তারা। কোনো ঘটনা ঘটলেই বিএনপিকে জড়িয়ে অসত্য বক্তব্য দিয়ে প্রকৃত ঘটনা সবসময় আড়াল করা হয়। তিনি বলেন, এমন ঘটনার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। অনতিবিলম্বে দোষীদের বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।  এমএম/একে/আরআইপি

Advertisement