দেশজুড়ে

হিজড়াদের মূল ধারায় নিয়ে আসতে হবে

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেছেন, হিজড়াদের জীবনমান উন্নয়নের জন্য সরকার বিশেষ বরাদ্দ দিয়েছে। তাদের অবহেলা না করে সমাজের মূল ধারায় নিয়ে আসতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নারী-হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব শাইনিং পারসোনালিটি অ্যাওয়াড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভানেত্রী শাহিদা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, বিভাগীয় সভানেত্রী সুন্দরী হিজড়া প্রমুখ।ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

Advertisement