জাতীয়

করোনায় বেশি প্রাণহানি ঢাকায়, সবচেয়ে কম ময়মনসিংহে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে এ (২১ আগস্ট) পর্যন্ত মোট ৩ হাজার ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩ হাজার ১৩৭ (৭৮ দশমিক ৭৬ শতাংশ) এবং নারী ৮৪৬ জন (২১ দশমিক ২৪ শতাংশ)।

Advertisement

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশিসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; এক হাজার ৯২০ জনের (৪৮ দশমিক ২০ শতাংশ)। সবচেয়ে কমসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে; ৮৫ জনের (২ দশমিক ১৩ শতাংশ)।

এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে- চট্টগ্রাম বিভাগে ৮৮০ জন (২২ দশমিক ০৯ শতাংশ), রাজশাহী বিভাগে ২৭০ (৬ দশমিক ৭৮ শতাংশ), খুলনা বিভাগে ৩২২ (৮ দশমিক ০৮ শতাংশ), বরিশাল বিভাগে ১৫৫ (৩ দশমিক ৮৯ শতাংশ), সিলেট বিভাগে ১৮ (৪ দশমিক ৬২ শতাংশ) এবং রংপুর বিভাগে ১৬৭ (৪ দশমিক ১৯ শতাংশ) জনের মৃত্যু হয়।

বিভাগওয়ারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃত ৪২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে সাত, রাজশাহীতে তিন, খুলনায় ছয়, বরিশালে এক, রংপুরে দুই ও ময়মনসিংহ বিভাগে দুজন।

Advertisement

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা পরীক্ষাগারে ১৩ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ হয়েছে, পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৮২টি নমুনা। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৮৫ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯৭ হাজার ৮৩ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার হয়েছে ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি।

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১১ জন। এদের মধ্যে হাসপাতালে ৩৮ জন ও বাড়িতে চারজন মারা যায়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯৮৩ জনে।

এমইউ/এফআর/এমএস

Advertisement