ক্যাম্পাস

টুটুলের উপর হামলায় ঢাবি উপাচার্যের প্রতিবাদ

প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের প্রকাশক, বিশিষ্ট লেখক ও ব্লগার আহমেদুর রশীদ টুটুলের উপর হামলার ঘটনায় নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী।শনিবার বিকেলে এক বিবৃতিতে ঘটনা জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান উপাচার্য।উল্লেখ্য, শুদ্ধস্বর প্রকাশনা সংস্থা মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও প্রগতিশীল বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়ের গ্রন্থের প্রকাশক। অভিজিৎ রায় গত ২৬ ফেব্রুয়ারি একুশের বই মেলা থেকে সন্ত্রীক বাসায় ফেরার সয়ম বিশ্ববিদ্যালয় টিএসসির কাছে দুর্বৃত্তের হামলায় নিহত হন। এরপর থেকে দুর্বৃত্তরা টুটুলকে হুমকি দিয়ে আসছিল। শনিবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে কয়েকজন দুর্বৃত্ত গুলি ও ধারালো অস্ত্র দিয়ে টুটুলসহ আরও দুই লেখককে গুরুতর আহত করে।এমএইচ/এএইচ/আরআইপি

Advertisement