জাতীয়

ভারতের পাঁচ শহরে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস

ভারতের বেঙ্গালুরু, কোচি, দিল্লি, মুম্বাই ও থিরুভানাথাপুরাম শহরে বিশেষ প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস এয়ারলাইন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ জাতীয় অনেকগুলো ফ্লাইট পরিচালিত হবে।

Advertisement

করোনা মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটতে পড়া ভারতীয় নাগরিক এবং ভারতে আটকে পড়া আমিরাতের নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেয়ার লক্ষ্যে সাময়িকভাবে এই সেবা প্রদান করা হচ্ছে।

সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সাহায্যে পরিচালিত ফ্লাইটগুলোতে আমিরাতে আটকে পড়া শুধু ভারতীয়রাই দুবাই থেকে ভ্রমণের সুযোগ পাবেন। www.emirates.com ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।

ভারত থেকে দুবাই ফিরতে ইচ্ছুক আমিরাতের নাগরিকদের জন্য নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। দুবাইগামী বা ট্রানজিটধারী সকলের জন্য কোভিড-১৯ পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement

এমিরেটস বর্তমানে বাংলাদেশ থেকে সাতটি নিয়মিত সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে।

এআর/বিএ/পিআর