খেলাধুলা

পাকিস্তানের লক্ষ্য সিরিজ জয়, ইংল্যান্ড চায় সমতা

প্রথম টেস্টে নাটকীয় ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে শেষ মুহূর্তে জয় পেয়ে ১-০ ব্যাবধানে এগিয়ে আছে পাকিস্তান। উত্তেজনায় ভরপুর এই সিরিজের শেষ ম্যাচে রোববার মাঠে নামছে দুই দল। শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১২টায় মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। এই ম্যাচ জিতে সিরিজটি সমতায় শেষ করতে চায় ইংল্যান্ড। আর জয় অথবা ড্র দিয়ে সিরিজ জিততে চায় পাকিস্তান। প্রথম টেস্টে সোয়েব মালিকের ২৪৫ ও শফিকের ১০৭ রানে ৮ উইকেটে ৫২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এরপর কুকের ২৬৩ রানের উপর ভর করে ৯ উইকেটে ৫৯৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। ফলে ম্যাচটি ড্র’র দিকেই এগিয়ে যেতে থাকে। কিন্তু পঞ্চম দিনে পাকিস্তান ব্যাটসম্যানদের ব্যর্থতা ও ইংল্যান্ড বোলারদের নৈপুণ্যে ম্যাচ থেকে ফলাফলের পথ বের হয়। কিন্তু দিনের শেষ মুর্হূতে আলো স্বল্পতার কারণে আম্পায়াররা ম্যাচটি ড্র ঘোষণা করলে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয় ইংল্যান্ড।দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ব্যাট-বলের পারফরমেন্সে ১৭৮ রানের বড় ব্যবধানে জয় পায় তারা। যদিও পাকিস্তানকে চিন্তায় ফেলে দিয়েছিলো ইংল্যান্ডের লোয়ার-অর্ডার। আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড মিলে ৩০৯ বল মোকাবেলা করে ম্যাচটি ড্র’র দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোলারদের নৈপুণ্যে জয় পায় পাকিস্তান।সিরিজে লিড থাকায় তৃতীয় টেস্ট ড্র করতে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। এমন অভিমত জানিয়ে পাকিস্তান দলপতি মিসবাহ-উ-হক বলেন, সিরিজের লিডটা আমাদের চালকের আসনে বসিয়ে দিয়েছে। তৃতীয় ম্যাচে আমাদের উপর চাপটা কমই থাকবে। জয় বা ড্র হলেই সিরিজ জিতে নিবো আমরা। স্বাভাবিক খেলাটাই খেলতে চাই আমরা। সিরিজ জয়ই প্রধান লক্ষ্য আমাদের।অন্যদিকে তৃতীয় টেস্ট জিতে সিরিজটি সমতায় শেষ করতে চায় ইংল্যান্ড। এমনটাই জানালেন ইংল্যান্ড অধিনায়ক কুক। তিনি বলেন, খুব বাজেভাবেই সিরিজে পিঁছিয়ে পড়েছি। সিরিজে এগিয়ে থাকার সুযোগ ছিলো আমাদের। প্রথম টেস্টে নিশ্চিত জয় আমরা হাতছাড়া করেছি। দ্বিতীয় টেস্টটি বাঁচাতে পারতাম। কিন্তু শেষ দিকে এসে সবকিছুই ওলটপালট হয়ে গেল। তবে তৃতীয় টেস্টে আগের সব ভুলগুলো শুধরেই খেলতে নামবো। আমাদের লক্ষ্য থাকবে সমতায় সিরিজ শেষ করা। এজন্য ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবো।’এদিকে, ইনজুরির কারণে তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না পাকিস্তানের ইমরান খান ও ইংল্যান্ডের মার্ক উডের। দু’জনই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইমরান দু’টেস্টে অংশ নিয়ে ৬ উইকেট শিকার করেছেন। আর উডেরও শিকার ছিলো ৬ উইকেট।আরটি/একে/আরআইপি

Advertisement