দেশজুড়ে

মেহেন্দিগঞ্জে অর্থের বিনিময়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ

তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষা করে কাউন্সিল ছাড়া কমিটি গঠন করা হলে সেই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। বিএনপি মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগে তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার মো. হাবিবুর রহমান মিলন।লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলার কতিপয় নেতা পূর্বের ন্যায় দলকে পারিবারিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরির মিশনে ব্যস্ত হয়ে উঠেছে। দলের সকল নির্দেশনাকে উপেক্ষা করে অর্থ বাণিজ্যের আদায়ে লিপ্ত থাকা হোতাদের বাসা বাড়িতে বসেই ইউনিয়ন কমিটি গঠনের পায়তারা চলছে। উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এলাকায় না থেকে বরিশাল মহানগরীতে বসবাস করে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কোনো খবরই তারা রাখে না।উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদের নির্দেশে ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আত্মীয়করণ ও অর্থ বাণিজ্যের মাধ্যমে অদক্ষ, অরাজনৈতিক, সদ্য যোগদানকারী ব্যক্তিদের হাতে দলের নেতৃত্ব তুলে দেয়া হচ্ছে। ফলে মেহেন্দিগঞ্জ উপজেলার তথাকথিত নেতৃবৃন্দ এমন কর্মকাণ্ডে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেতাকর্মীদের উপেক্ষা করে কমিটি গঠন করা হলে তারা আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকবর আলী চৌধুরী, ৬নং ওয়ার্ড বিদ্যানন্দনপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদার, ভাষানচর ইউনিয়নের সহ-সভাপতি মো. হায়দার হোসেন মৃধা, লতা ইউনিয়নের সহ-সভাপতি কামাল শরীফসহ ১৩টি ইউনিয়নের বিএনপির একাংশের নেতৃবৃন্দ।সাইফ আমীন/এআরএ/আরআইপি

Advertisement