আন্তর্জাতিক

কংগ্রেসের পদ ছাড়ছেন সোনিয়া গান্ধী

ভারতের পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রধানের পদ ছেড়ে দিতে চান সোনিয়া গান্ধী। দলটির শীর্ষ এই পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘনিষ্ঠ সহযোগিদের জানিয়েছেন তিনি। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে কংগ্রেসের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এর আগে, কংগ্রেসে সংস্কার ও পূর্ণ সময়ের নেতৃত্বের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধীর কাছে একটি চিঠি লিখেছিলেন দলটির অন্তত ২৩ শীর্ষ নেতা। চিঠিতে দলের বিভিন্ন ধরনের সংকটের কথা তুলে ধরার পাশাপাশি পূর্ণ সময়ের নেতৃত্বের দাবি জানানো হয়। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দেন কংগ্রেসের এই নেতারা।

সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির শীর্ষ কয়েকটি সূত্র বলেছে, একজন যোগ্য প্রার্থী খুঁজে না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানের পদে সোনিয়া গান্ধীই থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কংগ্রেসের প্রবীণ নেতা অমরিন্দর ও ভুপেশ বাঘেল বলেছেন, তিনিই (সোনিয়া গান্ধী) দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

Advertisement

দলের প্রধানের পদ ছাড়ার গুঞ্জনের ব্যাপারে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রধান রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, সোনিয়া গান্ধী এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনও নেতার সঙ্গে আলোচনা করেননি। এছাড়া এ ব্যাপারে কাউকে লিখিত আকারেও কোনও তথ্য জানাননি তিনি।

গত ৭ আগস্ট কংগ্রেসের শীর্ষ ২৩ নেতা দলটির অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধীর কাছে লেখা চিঠিতে পূর্ণ সময়ের জন্য কার্যকরী নেতৃত্বের দাবি জানানো হয়। তারা বলেন, এই নেতৃত্ব দলের সর্বস্তরে সক্রিয় হিসেবে দৃশ্যমান হবে। তবে চিঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সমালোচনা করার কোনও উদ্দেশ্য নেই বলে জানান তারা।

এসআইএস/এমকেএইচ

Advertisement