জাতীয়

করোনা রোগীর সহায়তায় বিমান বাহিনীর জরুরি পরিবহন সেবা

 

করোনা আক্রান্ত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ কে এম রওনক হোসেন চৌধুরীকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়েছে।

Advertisement

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়।

‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী করোনা প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিকেল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।

বাংলাদেশ বিমান বাহিনীর এই মেডিকেল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনা আক্রান্ত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার চিকিৎসক অধ্যাপক ডা. এ কে এম রওনক হোসেন চৌধুরীকে হেলিকপ্টার যোগে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এমইউ/এএইচ/এমএস