বিনোদন

দুই দিনেই দুনিয়া কাঁপিয়ে দিলো ডিনামাইট

এর আগে দক্ষিণ কোরিয়ার গায়ক সাই দুনিয়া মাতিয়েছিলেন ‘গ্যাংনাম স্টাইল’ দিয়ে। এবার দেশটির ব্যান্ড বিটিএস তাদের নতুন গান দিয়ে হৈচৈ ফেলে দিয়েছে বিশ্ব সংগীতের আঙিনায়। ‘ডিনামাইট’ নামের সেই গান ইউটিউবে প্রকাশ হওয়ার দুই দিনে লুফে নিয়েছেন প্রায় ১৫ কোটিরও বেশি দর্শক-শ্রোতা।

Advertisement

গানটি নতুন রেকর্ডেরও সৃষ্টি করেছে। ভিডিও প্রিমিয়ারের প্রথম দিনে আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছে তারা।

২১ আগস্ট ‘ডিনামাইট’ গানটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে মাত্র ২৪ ঘণ্টা ৩০ মিনিটে ১ বিলিয়ন অর্থাৎ ১০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে।

শুধু তাই নয়, গানটির প্রিমিয়ারে একসঙ্গে ৪ মিলিয়ন মানুষ একযোগে দেখেছে। যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে এই রেকর্ডটি ছিল আরেকটি কোরিয়ান ব্যান্ড ব্ল্যাক পিংকের। তাদের ‘হাউ ইউ লাইক দ্যাট’ শিরোনামের গানটি একযোগে দেখেছিল ১.৬৬ মিলিয়ন মানুষ।

Advertisement

তবে শুধুমাত্র ইউটিউবের রেকর্ড নয়, আইটিউনসেও আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে গানটি। মাত্র ৮ ঘণ্টায় ১০০টি দেশের মধ্যে টপচার্টের এক নম্বরে চলে আসে বিটিএসের ‘ডিনামাইট’।

আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত গানের ভিউ ১৫ কোটিরও বেশি। দ্রুতই গানটি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।

প্রসঙ্গত, জনপ্রিয় গানের দল বিটিএস ব্যান্ডটি ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে প্রতিষ্ঠিত হয়। এই ব্যান্ডের সদস্যরা মূলত হিপহপ ঘরনার গান গেয়ে থাকে। তারাই প্রথম কোনো কোরিয়ান ব্যান্ড যারা বিলবোর্ড-২০০-এর তালিকায় প্রথম স্থান অধিকার করে।

তাদের ব্যান্ডের ৭ সদস্য হচ্ছেন এভি, জে-হোপ, আরএম, জ্যিন, জিমিন, জংকুক, সুগা।

Advertisement

এলএ/এমকেএইচ