সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন সিলেটের এবং অপরজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। একই সময়ে এ বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৪৭ জন।
Advertisement
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৮১ জন। এরমধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১২৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ২০ জন, সুনামগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ২১ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৬ জন। এরমধ্যে সিলেটে ৫ হাজার ৩১৪, সুনামগঞ্জে ১ হাজার ৯০৮, হবিগঞ্জে ১ হাজার ৪৩৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৩৫৮ জন। তবে এ বিভাগে বর্তমানে করোনার সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ৭৭০ জন। বাকি সবাই সুস্থ হয়েছেন।
Advertisement
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৭ জন। নতুন করে সুস্থদের মধ্যে সিলেটে ৩০৬ জন, হবিগঞ্জে একজন এবং সুনামগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারে ১৮ জন। এর আগের দিন সর্বোচ্চ সংখ্যক সুস্থ হয়েছিলেন ৩৯১ জন। নতুন সুস্থদের নিয়ে রোববার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬ হাজার ২৪৬ জন সুস্থ হয়েছেন।
ছামির মাহমুদ/এফএ/পিআর