অর্থনীতি

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায় ব্যবসায়ীরা

ব্যবসায় উন্নয়ন এবং ব্যবসায়িক খরচ কমাতে শুধু বিদ্যুৎ দিলেই হবে না, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বোর্ড রুমে ‘ডুইং বিজনেস-২০১৬’ বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।হোসেন খালেদ বলেন, এই মুহুর্তে বিদ্যুৎ দিলে শুধু চট্টগ্রামেই ৩ হাজার শিল্পকারখানা দ্রুত চালু করা যাবে। এসময় তিনি বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে উৎপাদনশীল খাতকে বেছে নেওয়ার পরামর্শ দেন।২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য পূরণে বিশ্বব্যাংকের প্রতিবেদন গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে উল্লেখ করে ডিসিসিআই সভাপতি বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন আমাদের অনেক কাজ করে দিচ্ছে। কোন কোন জায়গায় আমাদের সমস্যা আছে এবং কোন কোন জায়গায় ভালো করতে হবে তা এই প্রতিবেদনে উঠে এসেছে। এখন সরকারকে মনোযোগ দিয়ে এ প্রতিবেদন পর্যবেক্ষণ করতে হবে এবং কিছু পদক্ষেপ নিতে হবে। যেখানে ব্যবসায়ীদের ভালো পলিসি দিয়ে সাহায্য করতে হবে।ব্যবসায় উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উৎসাহিত করার আহ্বান জানান হোসেন খালেদ। পৃথিবীতে বাংলাদেশকে ‘মোস্ট ডাইনামিক’ কান্ট্রি হিসেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ, সহসভাপতি সোয়েব চৌধুরী ছাড়াও ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রসঙ্গত, বিশ্বব্যাংকের প্রতিবেদনে ব্যবসায়িক পরিবেশে দশটি মাপকাঠির কথা বলা হয়েছে। তা হল- নতুন ব্যবসা শুরু করা, অবকাঠামো নির্মাণের অনুমতি পাওয়া, বিদ্যুৎ সুবিধা, সম্পত্তির নিবন্ধন, ঋণ পাওয়ার সুযোগ, সংখ্যালঘু বিনিয়োগকারীদের সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তি বাস্তবায়ন ও অস্বচ্ছলতা দূরীকরণ। এই ১০টি সূচকে বাংলাদেশের অর্জন ৪৩ দশমিক ১০ পয়েন্ট, গতবার তা ছিল ৪২ দশমিক ৭১। ১০টি সূচক বিবেচনায় নিলে এ বছর কোনোটিতেই উন্নতি করতে পারেনি বাংলাদেশ।পাঁচটি সূচকে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে খারাপ হয়েছে, আর বাকি পাঁচটিতে অবস্থান অপরিবর্তিত আছে। এর মধ্যে বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থানে আছে বাংলাদেশ। এ সূচকে ২০১৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৯, এবারও তাই আছে।এসআই/একে/আরআইপি

Advertisement