ঢাকার ধামরাইয়ে দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে সবজিবাহী পিকআপের চালক ও সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আহতদের উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
রোববার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সবজি বিক্রেতা আব্দুল হেলাল (৬৪) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কইট্টা বুরুন্ডি গ্রামের নইমুদ্দিনের ছেলে। তবে নিহত পিকআপ চালকের পরিচয় জানা যায়নি।
আহত সবজি ব্যবসায়ী আব্দুর রহমান জানান, মানিকগঞ্জের আটিগ্রাম থেকে সবজিবোঝাই পিকআপ নিয়ে বাইপাইল যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুল হেলাল। তাদের বহনকারী গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌঁছালে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের দুটি গাড়ির মাঝখানে অবস্থান করছিল। এ সময় হঠাৎ পেছনের কাভার্ডভ্যানটি সবজিবাহী পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারলে সামনের কাভার্ডভ্যানে ধাক্কা লেগে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সবজি ব্যবসায়ী আব্দুল হেলাল। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
আল-মামুন/এফএ/পিআর