আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনের আগে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এর মধ্যে গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়েও আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনও কোনো সুরাহা হয়নি।
Advertisement
এদিকে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন সিনেট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের বিষয়বস্তু অস্বীকার করেছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির সাম্প্রতিক প্রতিবেদনে দেশটির নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কিত যে দাবি করা হয়েছে তাতে প্রমাণসাপেক্ষ কোনো দলিল নেই।
জাখারোভা বলেন, মার্কিন তদন্তকারী কর্মকর্তা রবার্ট মুলার তার প্রতিবেদনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সম্পর্কিত যেসব ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন সেসব কথাই সিনেটের প্রতিবেদনে উঠে এসেছে।
Advertisement
রাশিয়ার এই মুখপাত্র বলেন, তার দেশ বহুবার রবার্ট মুলারের দাবিগুলো প্রত্যাখ্যান করে বলেছে, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটি গত ১৮ আগস্ট এক প্রতিবেদনে দাবি করেছে যে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে রাশিয়া ‘বহুমুখী আক্রমণাত্তক’ প্রচেষ্টা চালিয়েছিল।
২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের সময় থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। তবে মস্কো বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
টিটিএন/পিআর
Advertisement