২১ আগস্ট গ্রেনেড হামলার মূলহোতা তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। শুক্রবার ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের নিরালা রেস্টুরেন্টে নিহতদের স্মরণে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।
Advertisement
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সভাপতি সাদেক খান এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক কামাল হোসেন। এ সময় বক্তব্য দেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ-সভাপতি শিব্বীর আহমেদ, সহ-সভাপতি জি আই রাসেল, সহ-সভাপতি আনোয়ার হোসেন।
এছাড়া বক্তব্য দেন সহ-সভাপতি জুয়েল বড়ুয়া, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক নারায়ণ দেবনাথ, প্রচার সম্পাদক শামীম হায়দার, মেট্রো ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট হত্যাকাণ্ডের যেমন বিচার হয়েছে, তেমনি এ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড তারেকেরও সর্বোচ্চ শাস্তি হতে হবে। সেজন্য উচ্চ আদালতেও আপিল করতে হবে। আমাদের অবশ্যই উচ্চ আদালতে যেতে হবে। হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের বক্তব্যে আছে তারেক রহমানের নির্দেশেই তারা সেদিন হামলা চালিয়েছিল।
Advertisement
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের এই দিনে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে শান্তি সমাবেশে সন্ত্রাসীদের দিয়ে রক্তস্রোত বইয়ে দিয়েছিল বিএনপি-জামায়াত সরকার। ১৫ ও ২১ আগস্টের ঘটনা দুটি একই সূত্রে গাঁথা।
এর আগে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতারা এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাতের মাধ্যমে ১৫ ও ২১ আগস্টের ঘটনায় নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন।
এমআরএম/এমকেএইচ
Advertisement