গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হাবিবুর রহমান বাদশা (৪৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্য ঢাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ নিরাপত্তা বাহিনীতে (এসপিবিএন) কর্মরত ছিলেন।
Advertisement
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য একই দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের রমজান আলী প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বাড়িতে থাকা কবুতরের বাসা ঠিক করছিলেন পুলিশ সদস্য বাদশা। এসময় কবুতরের বাসার পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। বিদ্যুতের লুজ কানেকশনে স্পর্শ করায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে বাড়ির লোকজন তাকে ঝুলে থাকতে দেখে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে নিচে নামিয়ে আনেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত পুলিশ সদস্যের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।
Advertisement
জাহিদ খন্দকার/এমএএস/জেআইএম