মহামারি করোনাভাইরাসে সারাদেশে এখন পর্যন্ত (২২ আগস্ট) তিন হাজার ৯০৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ তিন হাজার ৮২ জন (৭৮ দশমিক ৭৮ শতাংশ) এবং নারী ৮২৫ জন (২১ দশমিক ১২ শতাংশ)।
Advertisement
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৮৮১ জন (৪৮ দশমিক ১৪ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৮৬৮ জন (২২ দশমিক ২২ শতাংশ), রাজশাহী বিভাগে ২৫৯ জন (৬ দশমিক ৬৩ শতাংশ), খুলনা বিভাগে ৩১৭ জন (৮ দশমিক ১১ শতাংশ), বরিশাল বিভাগে ১৫৩ জন (৩ দশমিক ৯২ শতাংশ), সিলেট বিভাগে ১৮৫ (৪ দশমিক ৭৪ শতাংশ), রংপুর বিভাগে ১৬১ জন (৪ দশমিক ১২ শতাংশ) ও ময়মনসিংহে ৮৩ জন (২ দশমিক ১২ শতাংশ)।
শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা তিন হাজার ৯৫২ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৫৫৬ জন, চট্টগ্রামে ৫৪৫ জন, রংপুরে ৪১ জন, খুলনায় ৭৮ জন, বরিশালে ২৩ জন, রাজশাহী ১৬৫ জন, সিলেটে ৫৩৬ জন এবং ময়মনসিংহে ৮ জন।
Advertisement
পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃত ৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ৩৩ জন রয়েছেন।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ২৬৫ জন।
ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫ জনে।
Advertisement
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯০৭ জনে।
এমইউ/বিএ/এমকেএইচ