লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে শিক্ষার্থী তাহমিদ রহমান। ২০ আগস্ট দেশটির ইলফোর্ডের বেল হাইস্কুল থেকে জিসিএসসি পরীক্ষায় ডাবল স্টার পেয়েছে।
Advertisement
এতে তাহমিদ ইংরেজি, বিজ্ঞান, অংকসহ অন্যান্য ১০টি বিষয়ে ডাবল স্টার এবং কম্পিউটার সাইন্সে ‘এ’ স্টার পেয়েছে। তাহমিদ রহমানের এই অসাধারণ ফলাফলের জন্য তার বাবা-মা, আত্মীয়-স্বজন ও স্কুলের শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।
তাহমিদ রহমান জানায়, সে ভবিষ্যতে গণিত, উচ্চতর গণিত, কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্স নিয়ে ব্রাম্পটন ম্যানর একাডেমি থেকে ‘এ’ লেভেল অধ্যয়ন করে আগামীতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক। এছাড়া সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। তার এই সাফল্যে বাব-মার উৎসাহ ও ভালোবাসা রয়েছে।
তার পৈতৃক নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের কাজী বাড়ি। লন্ডনের ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আবিদুর রহমান শিমু ও রওশন চৌধুরীর দ্বিতীয় ছেলে তাহমিদ রহমান। বিয়ানীবাজার পৌর শহরের খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক মরহুম মতিউর রহমানের নাতি তাহমিদ।
Advertisement
এমআরএম/জেআইএম