জাতীয়

এমপি শাহজাদা সপরিবারে করোনা আক্রান্ত

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগনে এসএম শাহজাদা সাজু সপরিবারে করোনায় আক্রান্ত। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

শনিবার (২২ আগস্ট) এমপির একান্ত সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গত ১৮ আগস্ট এমপি শাহাজাদা, তার স্ত্রী ও দুই মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। তার অবস্থা এখন ভালো।

রোগমুক্তির জন্য নিজ নির্বাচনী এলাকা ছাড়াও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি শাহজাদা।

Advertisement

এইচএস/বিএ/জেআইএম