মহামারি করোনা সারা পৃথিবীকে স্তব্ধ করে রেখেছে। কোণঠাসা করে রেখেছে শিক্ষার্থীদেরও। কয়েক মাস ধরে বন্ধ হয়ে আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে এখনো কিছুই স্পষ্ট নয়। প্রিয় শিক্ষাঙ্গ, প্রিয় ক্যাম্পাসকে মিস করেই ছলেছেন সবাই।
Advertisement
এদিকে করোনাকালীন সময়টা কীভাবে পার করছে শিক্ষার্থীরা? সেটি তুলে ধরতে বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের তোলা ছবি ও আর্ট ওয়ার্ক নিয়ে ব্যতিক্রমী ‘অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’ আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’।
২১ আগস্ট রাত ১২ টা ১ মিনিটে ‘কোভিড ডায়েরিজ’ শিরোনামে এ অনলাইন আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
https://artspaces.kunstmatrix.com/en/exhibition/2142041/covid-diaries এই ঠিকানা থেকে যে কেউ বিনামূল্যে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।
Advertisement
এর আগে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে ছবি ও আর্ট ওয়ার্ক আহ্বান করা হয়। তাদের তোলা ও আঁকা শতাধিক ছবি থেকে বাছাইকৃত ৩০ টি ছবি ও একটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে এই আয়োজনে।
এলএ/এমকেএইচ