দেশজুড়ে

গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালে থেমে থেমে গুড়ি গুড়ি ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজ-অফিসগামী এবং দিনমজুররা পড়েছেন সমস্যায়। গত রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হলেও শনিবার বেলা ১১টার পর কিছু সময়ে জন্য মুষলধারে বৃষ্টি হয়। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিছুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আকাশ পরিষ্কার হতে ২/৩দিন সময় লাগবে। আকাশ পরিষ্কার হয়ে গেলেই শীতের প্রকোপ বাড়তে থাকবে। তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে অভ্যন্তরীণ নদী বন্দরে ১ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।সাইফ আমীন/এসএস/আরআইপি

Advertisement