বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) ১৩৮ সংখ্যক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স)পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন/সাধারণ) পদসংখ্যা: ২১ জন যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান)সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা) পদসংখ্যা: ১৪ জনযোগ্যতা: হিসাব বিজ্ঞান/অর্থ/ব্যবসায় প্রশাসনে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর/দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর/সমমান।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (যন্ত্রকৌশল) পদসংখ্যা: ১৯ জনযোগ্যতা: যন্ত্রকৌশলে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং/পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (তড়িৎকৌশল) পদসংখ্যা: ১২ জনযোগ্যতা: তড়িৎকৌশলে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং/পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইঅ্যান্ডএস) পদসংখ্যা: ৩ জনযোগ্যতা: এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ভূপদার্থ) পদসংখ্যা: ৪ জনযোগ্যতা: ভূপদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/পদার্থবিজ্ঞান/ভূতত্ত্ব বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর/দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স) পদসংখ্যা: ১ জন যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি/পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা) পদসংখ্যা: ১ জনযোগ্যতা: এমবিবিএস/বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব) পদসংখ্যা: ২ জনযোগ্যতা: ভূতত্ত্ব বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর/দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (রসায়ন) পদসংখ্যা: ৪ জনযোগ্যতা: রসায়নে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর/দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সিমেন্টেশন) পদসংখ্যা: ১ জনযোগ্যতা: যন্ত্রকৌশলে বিএসসি/৫ বছরের চাকরির অভিজ্ঞতাসহ ডিপ্লোমা।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (টেস্টিং) পদসংখ্যা: ১ জনযোগ্যতা: যন্ত্রকৌশলে বিএসসি/পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইটি)পদসংখ্যা: ২ জনযোগ্যতা: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা।পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং) পদসংখ্যা: ১ জনযোগ্যতা: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা।পদের নাম: সহকারী খননবিদ পদসংখ্যা: ৬ জনযোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/পেট্রোলিয়াম কৌশল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা।পদের নাম: সহকারী কর্মকর্তা (প্রশাসন/সাধারণ) পদসংখ্যা: ১৭ জনযোগ্যতা: স্নাতকোত্তর/সমমান।পদের নাম: সহকারী কর্মকর্তা (হিসাব/অর্থ/নিরীক্ষা) পদসংখ্যা: ৪ জনযোগ্যতা: হিসাববিজ্ঞান/অর্থ/ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর/সমমান।পদের নাম: সহকারী কর্মকর্তা (যন্ত্রকৌশল) পদসংখ্যা: ২ জনযোগ্যতা: যন্ত্রকৌশলে ডিপ্লোমা।পদের নাম: সহকারী কর্মকর্তা (তড়িৎকৌশল)পদসংখ্যা: ১ জনযোগ্যতা: তড়িৎকৌশলে ডিপ্লোমা।পদের নাম: ট্রেইনি ড্রিলার পদসংখ্যা: ১১ জনযোগ্যতা: শক্তিকৌশল/যন্ত্রকৌশল/তড়িৎকৌশলে ডিপ্লোমা।পদের নাম: জুনিয়র ইলেকট্রনিক্স কর্মকর্তা পদসংখ্যা: ৭ জনযোগ্যতা: ইলেকট্রনিক্সে ডিপ্লোমা।পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল)পদসংখ্যা: ২ জনযোগ্যতা: পুরকৌশলে ডিপ্লোমা।পদের নাম: উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং)পদসংখ্যা: ১ জনযোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।পদের নাম: সহকারী কর্মকর্তা (অটোমোবাইল) পদসংখ্যা: ১ জনযোগ্যতা: অটোমোবাইলে ডিপ্লোমা।বয়স: ১৫ নভেম্বর ২০১৫ তারিখ অনুসারে অনূর্ধ্ব ৩০ বছর। লক্ষণীয়: প্রার্থীকে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)’-এর অনুকূলে ২০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ইতিমধ্যে যারা আবেদনপত্র পাঠিয়েছেন, তাদের আবার পাঠাতে হবে না।আবেদনপত্র সংগ্রহ: আবেদনপত্র পাওয়া যাবে www.bapex.com.bd ওয়েবসাইটে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (প্রশাসন), প্রশাসন বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স), বাপেক্স ভবন, লেভেল-৫, ৪ কারওয়ান বাজার বা/এ, ঢাকা-১২১৫। আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০১৫এসইউ/আরআইপি
Advertisement