রাজনীতি

সমশের মবিনের পদত্যাগে বিএনপির তৃণমূলে উৎকণ্ঠা

কূটনৈতিক মহলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীর হঠাৎ পদত্যাগে দলটির তৃণমূলে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। পরবর্তীতে আরো বেশ কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন এমন শঙ্কায় শঙ্কিতও তারা। সে ক্ষেত্রে দলের কি হাল হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মাঠ পর্যায়ের নেতারা। বিএনপি সূত্রে জানা গেছে, সিলেটের এই নেতার পদত্যাগের কারণে নড়েচড়ে বসেছে বিএনপির তৃণমূল। দলের সংকট মুহুর্তে এভাবে দলকে গুডবাই জানানোর কারণও খুঁজে পাচ্ছেন না তারা। এছাড়া আরো কয়েকজন প্রভাবশালী নেতা বিএনপি থেকে পদত্যাগ করতে পারেন এমন আলোচনাও চলছে রাজনৈতিক মহলে। দলের এমন ভঙ্গুর পরিস্থিতিতে হঠাৎ এরকম ঘটনায় দলটির ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে দলটির নেতাকর্মীদের মাঝে। মহানগর পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও বিষয়টি নিয়ে শঙ্কিত। সমশের মবিন হঠাৎ করে কেনো পদত্যাগ করেছেন তার উত্তর খুঁজে পাচ্ছেন না তারা। সরকারের চক্রান্ত নাকি দলীয় কোন্দলের কারণে এমন ঘটনা ঘটেছে সে ব্যাপারেও নিশ্চিত নন তারা। পটুয়াখালী জেলা বিএনপির এক সমর্থক রুবেল হোসেন মনে করেন, সরকারের নানা চাপের কারণে বিএনপি বর্তমানে কোনঠাসা অবস্থায় রয়েছে। আর এই পরিস্থিতিতে এরকম একজন নেতার পদত্যাগ নিঃসন্দেহে দলকে নেতিবাচক সংকেত দিচ্ছে। চাঁদপুর জেলা যুবদলের এক নেতা বলেন, বিএনপি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে যখন সম্পর্ক মজবুত করে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করার কাজ করছে। তখনই কূটনৈতিক মহলের এমন একজন প্রভাবশালী নেতার পদত্যাগ তাদেরকে দুশ্চিন্তায় ফেলেছে। তবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হঠাৎ সিলেট সফর নিয়েও নানা প্রশ্ন উঠছে। তিনি অবশ্য বলেছেন, সমশের মবিনের পদত্যাগের কারণে দলের কোনো ক্ষতি হবে না। এতে দলের নেতাকর্মীদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের নানা চাপের কারণেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সমশের মবিন চৌধুরী। তবে তিনি (সমশের মবিন চৌধুরী) অন্য কোনো দলে অংশ নেবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে সমশের মবিন চৌধুরীর পদত্যাগের পর লন্ডন থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না আসায় বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন সেটা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলে বিষয়টি আরা পরিষ্কার হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। সব বাধা অতিক্রম করে দলটির নতুন করে ফের রাজপথে সক্রিয় হওয়ার আন্দােলনে আবারো জেগে উঠবেন এমনটাই প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। পদত্যাগের ঘোষণার পর দলের পক্ষ থেকে কেমন প্রতিক্রিয়া দেখছেন এমন প্রশ্নের জবাবে সমশের মবিন চৌধুরী জাগো নিউজকে বলেন, এসব বিষয় আমি মনিটরিং করছি না। এমএম/একে/আরআইপি

Advertisement