সাহিত্য

করোনা, এবার থামো না

বন্ধু করোনা,এবার ছাড়ো নাঅনেক তো হলোসবই এলোমেলো

Advertisement

অস্থির পৃথিবীকেদিয়েছো শিক্ষাদিশেহারা মানুষেরাপেয়েছে দীক্ষা।

মন ভালো নেইপৃথিবীর মানুষের,চোখে মুখে হতাশাহারিয়েছে কত আপন কাছের।

বন্ধু করোনাএবার ছাড়ো না।তুমি শিখিয়েছো ব্যস্ত মানুষেরঘরে ফেরার গল্পতুমি শিখিয়েছোব্যস্ত বাবার সন্তানের পাওনা সময়

Advertisement

বন্ধু করোনা,তোমার জন্য কত রাতজাগা স্ত্রী পেয়েছে স্বামীকে

তোমার কোয়ারেন্টিনে ফিরিয়ে দিয়েছে পারিবারিক সুখ।

তুমি শিখিয়েছো মানুষকে পৃথিবীকে আর অত্যাচার না করতে

বন্ধু করোনাএবার থামো নাঅনেক তো হলো,মৃত্যুর মিছিলে কবরস্থানে জায়গা হচ্ছে না।

Advertisement

আবার তোমার ভয়ে মানুষ একাকী হয়ে পার করছে কঠিন সময়

বন্ধু করোনাকেন এত কঠিন তুমিপাষাণ তোমার হৃদয়

মানুষের জীবন ছিনিয়েকী আনন্দ পেয়েছো তুমি

সন্তান তোমার জন্য বাবা হারিয়েছে,স্ত্রী স্বামী,বোন ভাই,মা বাবা,প্রেমিক প্রেমিকা কী শিক্ষা তুমি দিচ্ছো এই মানবজাতিকে।

বন্ধু করোনাতোমার কাছে হাতজোড় করে মাপ চাই,

ভুল আমরা করেছিএই মানবজাতি আল্লাহ তালাকে ভুলে অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়েছে।

এখনও ভুল করছি আল্লাহকে ভয় না পেয়ে তোমাকে ভয় পাচ্ছি।

বন্ধু করোনাতোমায় আর ভয় পাবো না।শপথ নিলাম আল্লাহ তালার সকল নিয়ামত নিয়ে এগিয়ে যাবার,এই পৃথিবী ঘুরে দাঁড়াবে,আর আল্লাহ চাইলে তোমাকে তাড়াবে।

সময় বেশি দূরে নয়,ভ্যাকসিন খুব কাছেই

বন্ধু করোনাভুল করোনাপালাও তাড়াতাড়ি, করলে বাড়াবাড়ি।মানবজাতির হাত থেকে রেহাই পাবে না,

পৃথিবী ঘুরে দাঁড়াবেই,করোনা সরাবেই, পালাও করোনা পালাও।

পারলে আজই না পারলে কাল,তবুও তুমি পালাও।

আলো আসবেই অন্ধকার হারাবেই

বন্ধু করোনা পালাও তুমি পালাও

এইচআর/বিএ