ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে মধ্যপ্রাচ্যে আবুধাবির সঙ্গে তেহরানের সৃষ্ট উত্তেজনার মাঝে জলসীমা লঙ্ঘন করার দায়ে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ নাবিকসহ আটক করেছে ইরান।
Advertisement
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আমিরাতি জাহাজ আটকের খবর দিয়ে বলা হয়েছে, একই দিনে সংযুক্ত আরব আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ইরানি দুই জেলেকে গুলি চালিয়ে হত্যা করেছে।
দুই দেশের মাঝে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের চিরবৈরী শত্রু ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তিতে পৌঁছানোর পর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ইরানের উপকূলরক্ষীরা আমিরাতি জাহাজ আটক করেছে। ইরানি জলসীমায় অবৈধভাবে প্রবেশের কারণে জাহাজের ক্রুদেরও আটক করা হয়েছে।
Advertisement
এতে বলা হয়েছে, একই দিনে সংযুক্ত আরব আমিরাতের উপকূলরক্ষীরা গুলি চালিয়ে ইরানের দু’জন জেলেকে হত্যা করে একটি নৌকা জব্দ করেছে। তবে এই ঘটনার জন্য আমিরাত ক্ষমা চেয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ইরান।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স টেলিফোনে যোগাযোগ করলে এ ব্যাপারে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার পর তেহরানে নিযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ইরানি জেলেদের ও নৌকা ছেড়ে দেয়ার দাবি জানানো হয়।
‘ইরানের এ পদক্ষেপের পর আমিরাত কর্তৃপক্ষ বুধবার এক চিঠিতে ওই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে এবং পুরো ক্ষতিপূরণ দিতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা দেয়।’
বিবৃতিতে বলা হয়েছে, পরে ইরানি নৌকা এবং ক্রুদের ছেড়ে দেয়া হয়েছে। তবে নিহত দুই জেলের মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
Advertisement
আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ওয়ামের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার উত্তরাঞ্চলীয় স্যার বু নু’আয়ার দ্বীপের কাছে আঞ্চলিক জলসীমা লঙ্ঘন করায় ৮টি মাছধরার নৌকা থামানোর চেষ্টা করে উপকূলরক্ষীরা। তবে এ ঘটনায় কোনও হতাহত কিংবা নৌকা জব্দ করা হয়েছি কিনা সেব্যাপারে কোনও তথ্য জানায়নি তারা।
এসআইএস/এমকেএইচ