দেশজুড়ে

হেয়ার টনিক কারখানায় অভিযান, দুই লাখ টাকা জরিমানা

নাটোর শহরতলির উলিপুরে অভিযান চালিয়ে অনুমোদনহীন হেয়ার টনিক উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি কারাখানা সিলগালা ও মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আবু হাসান এ অভিযান পরিচালনা করেন।

Advertisement

আবু হাসান জানান, উলপুর গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে নুরুজ্জামান খোকন ২০০৮ সাল থেকে অনুমোদনহীন ‘নির্ভর হেয়ার টনিক’ তৈরি করে বাজারজাত করে আসছেন। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অথচ হেয়ার টনিকের গায়ে লেখা রয়েছে- এটি ব্যবহারে মাথায় নতুন চুল গজায়।

অপরদিকে এই হেয়ার টনিকটি ভেষজ বলা হলেও আসলে ব্যবহার করা হচ্ছে নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল। যা চুলের জন্য ক্ষতিকর। এ কারণে আলামত এবং তথ্যাদি যাচাই বাছাই করে ১৯৪০ সালের ড্রাগ আইনে নুরুজ্জামান খোকনকে দুই লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।

অভিযানকালে নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ