মস্তিষ্কের অস্ত্রোপচারের পর গত এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি ‘প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতি’ হয়েছে। তবে এখনও তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। বৃহস্পতিবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
Advertisement
গত ৯ আগস্ট নয়াদিল্লির রাজাজি মার্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরদিন তাকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। আঘাতের ফলে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান নেন।
অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে দেশটির সাবেক এই রাষ্ট্রপতির। তখন থেকে হাসপাতালে চিকিৎসাধীন প্রণবের শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি।
বৃহস্পতিবার আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, প্রণব মুখার্জির শরীরের গুরুত্বপূর্ণ ও ক্লিনিক্যাল মাপকাঠিগুলো স্থিতিশীল রয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
Advertisement
সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এখনও ভেন্টিলেটরে থাকলেও তার শ্বাস-প্রশ্বাসের সূচকগুলোতে সামান্য উন্নতি দেখা গেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বুধবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের এক বিবৃতিতে প্রণব মুখার্জির ফুসফুসে সংক্রমণের আলামত দেখা যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানানো হয়।
একই দিন (বুধবার) হাসপাতালের বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতির খবর দেয়া হয়। কিন্তু হাসপাতালের বিবৃতির মাত্র কয়েক ঘণ্টা আগেও প্রণব মুখার্জির ছেলে অভিজিত মুখার্জি এক টুইট বার্তায় বলেছিলেন, আপনাদের সবার শুভ কামনা এবং চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় আমার বাবার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে! তার শরীরের গুরুত্বপূর্ণ সূচকগুলো এখন নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক অবস্থার উন্নতির ইতিবাচক আলামত দেখা গেছে। তার দ্রুত সুস্থতার জন্য আমি সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি।
প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের রাজনীতি করেছেন প্রণব মুখার্জি। কংগ্রেসের শাসনামলে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন।
Advertisement
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি নরসিমা রাও এবং মনমোহন সিংয়ের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর ২০১৯ সালে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ লাভ করেন দেশটির ১৩তম এই রাষ্ট্রপতি।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।
এসআইএস/জেআইএম