পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে উসকানিমূলক বক্তব্য দেয়ায় সাতক্ষীরার এসপি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে হাইকোর্টে করা রিটের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে দ্বিতীয় দফা শুনানি নিয়ে আদেশের জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) দিন ঠিক করে দিয়েছেন আদালত।
Advertisement
প্রথমদিনের শুনানি নিয়ে বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানিতে রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেন, “থানায় মামলা করতে গেলে পুলিশকে ‘স্যার’ সম্বোধন করে কথা বলতে হয়। নইলে থানা থেকে বের করে দেয়। তাদেরকে কেন ‘স্যার’ বলতে হবে? তারা তো জনগণের সেবক।” তখন আদালত বলেন, ‘এটা হতে পারে না। অন্যায় যেই করুক তাকে আইনের আওতায় আসতেই হবে।’
এ সময় রিটকারী আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, ‘শিপ্রা আসতে পারত, আপনি কেন?’ আইনজীবী বলেন, ‘সংবিধান অনুযায়ী আমি আসতে পারি। আর আপনাদেরও শোনার অধিকার রয়েছে। শিপ্রার মা-বাবার সঙ্গে আমার কথা হয়েছে।’
Advertisement
মনোজ কুমার বলেন, ‘শিপ্রা জামিনে মুক্তি পেলেও তিনি নানা ঝামেলায় রয়েছেন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।’ আদালত বলেন, ‘আমরা দেখছি সে টেলিভিশনে বক্তব্য দিচ্ছে। তাহলে এখানে আসতে পারে না? তার অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন।’ পরে বৃহস্পতিবার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।
এর আগে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও উসকানিমূলক বক্তব্য দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে পুলিশের দুই এসপির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে গত ১৬ আগস্ট রিট করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক।
রিটে বিবাদী করা হয় মন্ত্রিপরিষদের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান পরিচালক, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদের।
আবেদনে বলা হয়, শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করে যে মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ।
Advertisement
এফএইচ/এসআর/পিআর