খেলাধুলা

অস্ত্রোপচারের পর দোয়া চাইলেন টাইগার লেগস্পিনার বিপ্লব

সাইনোসাইটিসের সমস্যাটা অনেক পুরনো। নাক বন্ধ হয়ে যাওয়ায় দুই মাস ধরে শ্বাসকষ্টও হচ্ছিল আমিনুল ইসলাম বিপ্লবের। এমন অস্বস্তি থেকে মুক্তি পেতে শেষতক নাকে পলিপাস সার্জারিটা (অস্ত্রোপচার) করিয়েই ফেললেন জাতীয় দলের এই তারকা লেগস্পিনার।

Advertisement

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অস্ত্রোপচারের খবর জানিয়েছেন বিপ্লব। সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে গতকাল আমার পলিপাসের সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আমি ভালো আছি। দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া চাই।’

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হয়েছে বিপ্লবের অস্ত্রোপচার। পলিপাসের সার্জারি খুব বড় কিছু নয়। জানা গেছে, দুই সপ্তাহের মধ্যেই ক্রিকেটে ফিরতে পারবেন এই লেগস্পিনার।

অল্প কদিনেই জাতীয় দলে নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন বিপ্লব। দীর্ঘদিন লেগস্পিনারের জন্য যে হাহাকার ছিল, তা কিছুটা ঘুচিয়েছেন ২০ বছর বয়সী এই তরুণ।

Advertisement

অভিষেক হয়েছে মাত্র এক ফরমেটে। তবে বিপ্লব এখন পর্যন্ত বেশ সফল। ২০১৯ সালের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইতিমধ্যেই নিয়েছেন ১০ উইকেট।

এমএমআর/পিআর