জাতীয়

করোনা প্রতিরোধে ব্যবস্থাপনা গ্রুপ পুনর্গঠন

করোনা প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ১৯ সদস্যের ব্যবস্থাপনা গ্রুপ পুনর্গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য অনুবিভাগ) আহ্বায়ক এবং যুগ্ম সচিবকে (জনস্বাস্থ্য অধিশাখা) সদস্য সচিব করে এ ব্যবস্থাপনা গ্রুপ পুনর্গঠন করা হয়।

Advertisement

ব্যবস্থাপনা গ্রুপের অন্য সদস্যরা হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অনুবিভাগ), অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ), অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ), অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ), অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ), পরিচালক (সিএমএসডি), অতিরিক্ত সচিব (ওষুধ প্রশাসন অনুবিভাগ), অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ), মহাপরিচালক নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) স্বাস্থ্য অধিদফতর, যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা), যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) এবং যুগ্ম সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা), যুগ্ম সচিব (বিশ্ব স্বাস্থ্য অধিশাখা), প্রধান (পরিকল্পনা অনুবিভাগ), পরিচালক আইইডিসিআর এবং সিস্টেম এনালিস্ট।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়ন, উদ্ভূত নতুন পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ ও যথাযথভাবে মোকাবিলা করা, করোনা চিকিৎসা ব্যবস্থায় বেসরকারি পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ, কমিটি প্রয়োজনে বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করবে, সদস্য সচিব নিয়মিত বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত তথ্যের সারসংক্ষেপ উপস্থাপন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন এবং কমিটির প্রয়োজন অনুসারে নতুন সদস্য অন্তর্ভুক্ত করবে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ব্যবস্থাপনা গ্রুপ পুনর্গঠন করা হয়।

Advertisement

এমইউ/এএইচ/পিআর