ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দুই পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা ও এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর শাহবাগ ও নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে এ মামলা ও জরিমানা করা হয়।
Advertisement
বুধবার (১৯ আগস্ট) বিএসটিআই থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর শাহবাগ ও নিউমার্কেট এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী এ জরিমানা করা হয়।
মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার (পেট্রল পাম্প), ১৭/১, শাহবাগ ঢাকা, জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে একটি পেট্রল ইউনিটে ৪০ মি.লি কম দেয়ায় ১০ হাজার টাকা এবং মেসার্স নিউওয়েজ সার্ভিসেস (পেট্রল পাম্প), ২৫ মিরপুর রোড, ঢাকা, প্রতি ১০ লিটারে একটি অকটেন ইউনিটে ১.০৬ লিটার জ্বালানি তেল কম দেয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
Advertisement
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক মো. ছানোয়ার হোসেন ও পূজন কর্মকার অংশ নেন।
এমইউএইচ/এএইচ/এমকেএইচ