দেশজুড়ে

ফ্যামিলি ট্যুর দেখিয়েও লাভ হলো না ইয়াবা ব্যবসায়ীর

মাইক্রোবাসের ভেতরে ছিল স্ত্রী-সন্তানসহ আরও কয়েকজন। মাদক ব্যবসায়ী বোঝাতে চেয়েছিল ফ্যামিলি ট্যুর। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা।

Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোল প্লাজায় গত মঙ্গলবার সন্ধ্যায় ডিবি পুলিশের ওই অভিযানে আটক করা হয়েছে ইয়াবা ব্যবসায়ী দম্পতিসহ ৩ জনকে। বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম।

প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার জানান, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার বড় চালান যাচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এলআইসি টিমের প্রধান পুলিশ পরিদর্শক মোহা. ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি টিম টোল প্লাজায় অবস্থান নেয়। পরে ঢাকাগামী একটি সাদা রঙের (চ-১৩-৭৯৬১) নোহা মাইক্রোবাসকে থামানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের ভেতরে বিশেষ কৌশলে রাখা একটি কার্টুনে ১৫ হাজার ও অপর একটি শপিং ব্যাগে স্কচটেপ মোড়ানো আরও ৫ হাজার মিলিয়ে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, নোয়াখালী জেলার চাটখিল থানার ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. ইমাম হোসেন ওরফে আজগর, তার স্ত্রী মোসা. সোনিয়া এবং ইমাম হোসেনের সহযোগী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার শ্রীরামপুরের মৃত নেসার আহম্মেদের ছেলে মো. মাহবুব আলম (২৮)।

Advertisement

পুলিশ সুপার আরও জানান, মাদক ব্যবসায়ী ইমাম হোসেন ইয়াবা পাচারের জন্য তার স্ত্রী, সন্তান ও শাশুড়িকে ব্যবহার করে আসছিলেন, যেন পরিবার পরিজনের কারণে পুলিশের সন্দেহ না হয়। তবে স্পষ্ট তথ্য উপাত্ত থাকার কারণে পুলিশ মাইক্রোবাস থেকে ইয়াবাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে।

প্রেস বিফ্রিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আজিম-উল- আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) মো. নাজমুল হাসান, ডিআইও (ওয়ান) মাঈন উদ্দিন খান ও ডিবির ওসি আনোয়ারুল আজিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ

Advertisement