শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কমেছে। এ বছর দুইটি ইউনিটের ১৪৪৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪১২৮৫টি। যা গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় ৭ হাজার কম। গত শিক্ষাবর্ষে ১৪০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৪৮২২৪।এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৯ জন। পৃথকভাবে পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৬১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫৯৬৭ জন যা গতবার ছিল ২০৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৮৩৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ২৫৩১৮ জন যা গতবার ছিল ২৭৭৩৭ জন । ১৪৪৮টি আসন ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ২৬টি, আদিবাসীর সন্তানদের জন্য ২৬টি, প্রতিবন্ধীদের জন্য ১৩টি এবং পোষ্য কোটায় ১৫টি আসন সংরক্ষিত রয়েছে বলে ভর্তি কমিটি সূত্র জানায়। ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯.৩০টায় ‘এ’ ইউনিট এবং বিকেল ২.৩০টায় ‘বি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা জাগো নিউজকে বলেন, আগামী ২ নভেম্বরের মধ্যে আমরা ভর্তি পরীক্ষার আসন বিন্যাস তৈরির চেষ্টা করছি।গতবারের তুলনায় পরীক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ সমস্যা, আবেদন দেরিতে শুরু হওয়া এবং আবেদনের সময়সীমা কম থাকায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে। তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে বলে তিনি উল্লেখ করেন।ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে এবং বিস্তারিত www.sust.edu এই ওয়েবসাইটে পাওয়া যাবে।আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস
Advertisement