১৮ বছর বয়সী ইফতেখার হোসেন ইফতি নিজেকে খানিক দূর্ভাগা ভাবতেই পারেন। তার ২৯ সতীর্থের কারও করোনা পজিটিভ না হলেও, বরিশাল বিভাগের ভোলা উপজেলার অলরাউন্ডার ইফতেখার হোসেন ইফতিরই শুধু করোনা পজিটিভ। অথচ সুঠামদেহী ইফতির কোনরকম উপসর্গ নেই। দেখে বোঝার উপায় নেই যে তার করোনা হয়েছে।
Advertisement
তারপরও রিপোর্ট যেহেতু পজিটিভ এসেছে, তাই ইফতিকে আপাতত বিসিবি একাডেমিতেই আইসোলেশনে রাখা হয়েছে। তবে কোনরকম উপসর্গ না থাকলেও ইফতিকে যতটা দ্রুত সম্ভব ভাল কোনো হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে করোনা পরীক্ষা দিতে আসা শেষ বহরের ব্যাপারেও হয়েছে নতুন সিদ্ধান্ত।
বিসিবি গেম ডেভেপলমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন দুপুরে জাগো নিউজকে জানিয়েছেন, ‘ইফতিকে দ্রুত কোনো আধুনিক হাসাপাতালে আইসোলেশেনে পাঠানো হবে। তবে সে আপাতত ভাল আছে। কোনোরকম উপসর্গ নেই। সামান্যতম লক্ষণও বোঝা যায় না যে, তার করোনা হয়েছে। তবু আমরা কোনরকম ঝুঁকি নেবো না। তাকে একটি ভাল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে।’
এদিকে শেরে বাংলা স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতরে বিসিবি একাডেমিতে অবস্থানরত ইফতির করোনা পজিটিভ হওয়ায় আরও সতর্ক হয়েছে বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটি। আজ (বুধবার) যে শেষ বহরের করোনা টেস্ট দিতে আসার কথা ছিল, তাদেরকে আর বিসিবি একাডেমিতে ওঠানো হবে না। তাদের রাখা হবে শেরে বাংলার ঠিক উত্তর অংশে লাগোয়া ক্রীড়াপল্লীতে। প্রসঙ্গত, শেরে বাংলার প্রেস বক্স ও কমেন্টি বক্স বিল্ডিংয়ের ঠিক বিপরীতেই জাতীয় ক্রীড়া পরিষদের এই ক্রীড়াপল্লী।
Advertisement
আজ করোনা পরীক্ষা করাতে যে ১৫ জনের বহর আসবে, তাদেরকে একাডেমিতে না রেখে সেই ক্রীড়াপল্লীতে রাখার ব্যবস্থা করা হয়েছে। এ তথ্য দিয়ে সুজন বলেন, ‘আমরা আর কোন ঝুঁকি নিচ্ছি না। আজ ১৫ জনের আরেক বহর আসবে। তাদের টেস্ট হবে আগামীকাল (২০ আগস্ট)। এই দলকে একাডেমির ডর্মিটরিতে না রেখে ক্রীড়াপল্লীতে থাকার ব্যবস্থা করেছি।’
এআরবি/এসএএস/জেআইএম