আন্তর্জাতিক

যাত্রীবাহী ফ্লাইট দ্বিগুণ হচ্ছে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে

করোনাভাইরাস মহামারির কারণে দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা আরও শিথিল করে প্রতি সপ্তাহে যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করছে চীন ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পরিবহন বিভাগ এ তথ্য জানিয়েছে।

Advertisement

জানা গেছে, বর্তমানে চীনের চারটি যাত্রীবাহী এয়ারলাইন সপ্তাহে চারটি যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট পরিচালনা করছে। এখন তাদের ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করার অনুমতি দেবে মার্কিন পরিবহন বিভাগ, অর্থাৎ প্রতি সপ্তাহে চীনা এয়ারলাইনগুলো মোট আটটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করতে পারবে। সেভাবে মার্কিন এয়ারলাইনওগুলোও একই অনুমতি পাবে।

করোনাভাইরাস মহামারি শুরুর পর নিজ থেকেই চীনগামী সব ফ্লাইট স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। গত ৩১ জানুয়ারি প্রায় সব অমার্কিন নাগরিকদের জন্য চীন থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষিদ্ধ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, তাদের সান ফ্রান্সিসকো থেকে সাংহাইগামী চারটি ফ্লাইট চলাচল করবে আগামী ৪ সেপ্টেম্বর থেকে। এছাড়া, ডেলটা এয়ারলাইনস জানিয়েছে, তারাও প্রতি সপ্তাহে চীনগামী ফ্লাইট দু’টি থেকে চারটিতে উন্নীত করবে।

Advertisement

মার্কিন প্রশাসন এখনও আশা করছে, চীন শিগগিরই দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে সবগুলো ফ্লাইট ফের সচল করবে। প্রয়োজনে চীন বাড়তি ফ্লাইট পরিচালনা করতে চাইলে তাতেও সম্মতি দেবে যুক্তরাষ্ট্র।

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি অনুসারে দুই দেশের মধ্যে প্রতি সপ্তাহে একশ’টিরও বেশি ফ্লাইট চলাচলের কথা।

সূত্র: রয়টার্স

কেএএ/জেআইএম

Advertisement