সিরিয়ায় সরকারি বাহিনী ও রুশ বিমান হামলায় এক শ` ৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির আলেপ্পো ও পার্শ্ববর্তী একটি শহরে বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে শনিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।শুক্রবার দেশটির আলেপ্পা এবং এর কাছের একটি শহরে রুশ বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। আলেপ্পার কমপক্ষে ২৫টি অবস্থান লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়েছে।এছাড়া দামেস্কের একটি মার্কেটে বিমান হামলায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত এক শ` জন। সিরিয়ার সেনা বাহিনীর এক কর্মকর্তা জানান, শুক্রবার ডুমার একটি ব্যস্ত মার্কেটে শক্তিশালী বিমান হামলায় ৬১ জন নিহত হয়েছে। চলতি সপ্তাহে দামেস্কের পূর্বাঞ্চলের এ শহরটিতে সিরিয়ার সরকারি সেনাবাহিনীর অভিযান বৃদ্ধি করা হয়েছে। এর আগে, গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট (অাইএস) জঙ্গি ও অন্যান্য বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে রাশিয়া। সিরিয়ায় গত সাড়ে বছরের গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে দেশটির আরো কয়েক লাখ মানুষ। এসঅাইএস/এমএস
Advertisement